অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৪ মার্চ:
হাতির হানায় মৃত্যু মিছিল অব্যাহত ঝাড়গ্রাম জেলায়। একই দিনে হাতির হানায় মৃত্যু হল এক মহিলা সহ তিন জনের। চলতি সপ্তাহে রবিবার থেকে এ পর্যন্ত ছয় জনের মৃত্যুর ঘটনা ঘটল হাতির হানায়। আর এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবার হাতির হানায় তিন জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বেলপাহাড়ি থানার একই রেঞ্জ ভুলাভেদায়। এই ভুলাভেদা রেঞ্জের দলদলি জঙ্গলে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং এক মহিলার মৃত্যু হয়েছে ভুলাভেদা রেঞ্জ অফিসের পিছনের জঙ্গলে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, হাতির হানায় নিহতরা হলেন ভুলাভেদা রেঞ্জের দলদলি গ্রামের গুরুচরণ মাহাতো, বয়স ৬৫ বছর, ফুলগেড়িয়া গ্রামের সরোজ মাহাতো বয়স ৬২ বছর, টংভেদা গ্রামের সুবলা মাহাতো বয়স ৫৫ বছর।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, এদিন ভুলাভেদা রেঞ্জের বিভিন্ন গ্রামের কয়েকশো মানুষ এলাকার বিভিন্ন জঙ্গলে মহুয়া ফুল সংগ্রহ করতে গিয়েছিলেন। ওই এলাকায় কোনো হাতি রয়েছে বলে খবর ছিল না স্থানীয়দের কাছে। অন্যদিকে বনদফতর সূত্রে জানা গিয়েছে, ঝাড়খন্ড রাজ্য এবং লালগড় থেকে বা বাঁকুড়ার দিক থেকে কোনো একটি দলমা হাতির দল থেকে দলছুট একটি মাকনা হাতি বেলপাহাড়ি থানার ভুলাভেদা রেঞ্জের কাঁকড়াঝোড়, দলদলি সহ বিভিন্ন জঙ্গলে ঘোরাফেরা করছে। ওই হাতিটিই এদিন পর পর হত্যালীলা চালিয়েছে।