পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ জুলাই: মন্দারমণি সমুদ্র সৈকতে স্নানে নেমে মৃত্যু হল ২ পর্যটকের। উত্তাল সমুদ্রে স্নানের সময় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তাদের। এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো এক পর্যটক। পর্যটকের মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মন্দারমণি এলাকায়।
জানা গেছে মৃত দুইজন বর্ধমানের বাসিন্দা। তারা গতকাল মন্দারমণিতে বেড়াতে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানাগেছে, দুপুরে স্নানের সময় আচমকা তলিয়ে যান তিন ব্যক্তির। সঙ্গে সঙ্গে নুলিয়ারা তাদের উদ্ধারের চেষ্টা শুরু করে। বেশ কিছু সময় খোঁজ চালানোর পর দুইজন ব্যক্তিকে উদ্ধার করে তারা। পরে তাদের বড়রংকুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এদিকে বাকি একজনের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে নুলিয়ারা। মৃতদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।