সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জানুয়ারি: জাল নথি তৈরির অভিযোগে উত্তর ২৪ পরগনার বারাসত থেকে গ্রেফতার আরও ২। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম কৌশিক মণ্ডল ও চন্দন চক্রবর্তী। এই ঘটনায় ধৃত সমীর দাসকে জেরা করে অভিযুক্তদের খোঁজ পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ধৃতরা বারাসতেরই বাসিন্দা। এছাড়াও বারাসতের নবপল্লির বাসিন্দা আরও এক ব্যক্তিকে খুঁজছেন বারাসত থানার তদন্তকারীরা।
বাংলাদেশিদের ভারতীয় নথি তৈরি করে দেওয়ার অভিযোগে বুধবার বারাসতের নবপল্লী থেকে সমীর দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তি নিজেকে বারাসত আদালতের মুহুরি বলে দাবি করতেন। যদিও মুহুরিদের সংগঠনের তরফে জানানো হয়েছে, তিনি তাদের সদস্য ছিলেন না। ধৃতকে জেরা করে কৌশিক মণ্ডল ও চন্দন চক্রবর্তী নামে ২ ব্যক্তির খোঁজ পান তদন্তকারীরা। এরপর বারাসতের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
তদন্তকারীরা জানাচ্ছেন, বারাসত আদালত থেকে ভুয়ো হলফনামা বানিয়ে বাংলাদেশিদের ভারতীয় বার্থ সার্টিফিকেট, আধার কার্ড তৈরি করে দিতেন সমীর। স্থানীয়দের বাবা- মা সাজিয়ে আদালত থেকে মিথ্যা হলফনামা তৈরি করাতেন তিনি। তারপর তার ভিত্তিতে তৈরি করতেন নথি। পুলিশ সূত্রে খবর, ধৃত কৌশিক মণ্ডল আসলে বসিরহাটের বাসিন্দা। বারাসতে একটি সাইবার ক্যাফে রয়েছে তাঁর। সেখানে আধার সংক্রান্ত বিভিন্ন কাজ করতেন তিনি। কৌশিকই সমীর দাসকে কাজের বরাত দিতেন। স্থানীয়রা জানাচ্ছেন, কৌশিকের সাইবার ক্যাফেতে বিভিন্ন লোকের আনাগোনা লেগে থাকত। তবে তাতে কখনও সন্দেহ হয়নি কারও। তবে সম্প্রতি কিছু অচেনা লোক কৌশিকের দোকানে আসায় স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। জবাবে কৌশিক জানিয়েছিলেন, আধার কার্ড আপডেট করতে এসেছেন তাঁরা।