স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ ডিসেম্বর: ১২ চাকার লরি এবং মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষ। মৃত ২, আহত ১। নদিয়ার রানাঘাট থানার হবিবপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের ঘটনা।
সূত্রের খবর, শুক্রবার রাতে রানাঘাটের বাড়িতে ফিরছিলেন তিন ব্যক্তি। তারা একই বাইকে ছিলেন বলে জানাগেছে। হবিবপুরের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে হঠাৎই উল্টো দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় তিনজন। স্থানীয়রা এবং পথ যাত্রীরা তড়িঘড়ি তিনজনকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে বাইক আরোহী হিরন্ময় বাগচী (৪২) এবং দীপঙ্কর দেবনাথ (৩২)কে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন সুশীল দাস (৪৫)। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ। তবে কি কারণে এমন ঘটনা তার তদন্ত শুরু করেছে তারা।
যদিও পুলিশের প্রাথমিক অনুমান রাস্তা খারাপ এবং বাইক দ্রুতগতিতে থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে।