আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বালিচক- ডেবরা রাজ্য সড়কের ওপর পি ডব্লিউ ডি অফিসের সামনে। দেরিতে পাওয়া খবরে জানা গেছে, একটি অটোর সঙ্গে খড় বোঝাই একটি লরির মুখোমুখি সংঘর্ষের ফলে দুজন অটো যাত্রীর মৃত্যু হয়। আহত হয়েছেন চারজন। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে একজনকে সনাক্ত করা যায়নি। অন্যজন হলেন, কমল আদিত্য (৫৫)। তার বাড়ি পিংলা থানার প্রতাপপুর গ্রামে। ডেবরা থানার পুলিশ লরি ও অটো দুটি আটক করেছে।