আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২২ জানুয়ারি:
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই ট্রাকে ধাক্কা খেয়ে দুই যুবকের মৃত্যু। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার ননচেপোতা এলাকায়। মৃত দুই যুবকের নাম বিশ্বজিত মিস্ত্রী (২৫) ও মিঠুন মণ্ডল (১৯)। মৃত দুই যুবক বাগদার হেলেঞ্চার কুমোর খোলা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে দুই বন্ধু কালীপুজোর নিমন্ত্রণ খেতে বাগাদার দিকে যাচ্ছিল। ফাঁকা রাস্তায় বাইকের গতিবেগ ছিল যথেষ্ট। সেই সময় বাগদার ননচেপোতা এলাকার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হাড়িয়ে ধাক্কা মারে। শব্দ শুনে ঘুম ভাঙ্গে আশপাশের প্রতিবেশীদের। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত্যু হয়েছে বলে জানায়। মৃত্যুর খবর পেয়ে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে। এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।