আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২৪ জানুয়ারি:
কুলতলিতে অজ্ঞাত পরিচয় দুই মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। দুই মহিলার শরীরেই ধারালো অস্ত্রের কোপ রয়েছে। একজনের দেহ উদ্ধার হয়েছে রাস্তার পাশ থেকে, অন্যজনের দেহ উদ্ধার হয় নদীর ধার থেকে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার হয় দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার অন্তর্গত মেরিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েতের লাগোয়া রাস্তার পাশ থেকে। মাঝ বয়সী ঐ মহিলার মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, আজ শুক্রবার সকালে কিছুটা দূরে আরও এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পিয়ালি নদীর পাড়েই সকালে স্থানীয় মানুষজন আরও এক মহিলাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ কে খবর দেন। তড়িঘড়ি কুলতলি থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এই মহিলার শরীরে ও ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুটি ক্ষেত্রেই বাইরে থেকে এনে দেহ এখানে ফেলে দিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। দুটি ঘটনার মধ্যে যোগ থাকতে পারে বলে ও পুলিশের প্রাথমিক অনুমান। তবে কে বা কারা এই ঘটনা ঘটাল সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি, দুই মহিলারই নাম পরিচয় জানার চেষ্টা করছে কুলতলি থানার পুলিশ।