আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১২ ফেব্রুয়ারি:
বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ আলিপুরদুয়ার জেলার বীরপাড়া ও জটেশ্বরের মাঝে এশিয়ান হাইওয়ের দলগাঁও চা-বাগান এলাকায় ফালাকাটা থেকে বীরপাড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথর বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাস আরোহীর। গুরুতর জখম হয়েছেন পনেরো জন। মৃত দুই বাসযাত্রীরা হলেন ফালাকাটা ব্লকের জটেশ্বর কালীমন্দির এলাকার বাসিন্দা নন্দলাল সিংহ ছেত্রী(৫৬) ও একই ব্লকের খলিসামারি এলাকার বাসিন্দা প্রবীণ মিশ্র(৩৬)।আহতরা সকলেই বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, সাত সকালে দুটি গাড়িই প্রচন্ড গতিতে ছুটছিল। সামনাসামনি হতেই নিয়ন্ত্রণ হারান দুই গাড়ির চালক। তাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।এদিকে দুর্ঘটনার জেরে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে গুরুত্বপূর্ণ এশিয়ান হাইওয়েতে। পরে ফালাকাটা ও বীরপাড়া থানার পুলিশ ও ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে নেমে যান চলাচল স্বাভাবিক করে।
জয়গাঁর অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দোপাধ্যায় জানিয়েছেন,“দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। মৃত দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।আহতদের চিকিৎসা চলছে।”