এগরার করোনা আক্রান্ত দুই মহিলাকে পাঠানো হল কলকাতায়

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৯ মার্চ: এগরাতে করোনা আক্রান্ত দুই মহিলাকে পাঠানো হল কলকাতায়। আজ বিশেষ ব্যবস্থায় এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাদের কলকাতার বেলেঘাটার আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সম্প্রতি এগরায় একটি বিয়ে বাড়িতে এসে করোনায় আক্রান্ত হন নয়াবাদের এক বৃদ্ধ। তিনি এখন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। এই বৃদ্ধ আক্রান্ত হওয়ার পরেই ওই পরিবারের আরো ১৩ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এদের দেহে করোনার জীবাণু আছে কি না তা জানতে পাঠানো হয় পরীক্ষার জন্য। এই ১৩ জনের মধ্যে দুজনের দেহে ধরা পড়ে করোনার জীবাণু। এই দুজনেই মহিলা একজনের বয়স ৭৬ অন্যজনের বয়স ৫৬। এই বিয়ে বাড়িতেই বিদেশ থেকে অনেক আত্মীয়-স্বজন আসেন। সেখান থেকেই সংক্রমণের সম্ভাবনা বলে ধারণা।

আক্রান্ত হওয়ার খবর আসার পরেই এই দুইজন মহিলাকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আজ এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে আক্রান্ত দুই মহিলাকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে কলকাতার বলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। এই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ তাদের মধ্যে থেকে আরও কেউ আক্রান্ত হয় কি না সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *