আমাদের ভারত, নদীয়া, ১৩ মে: নির্বাচন চলাকালীন কৃষ্ণনগরে আক্রান্ত হলেন দুই বিজেপি কর্মী। ঘটনাটি ঘটে কৃষ্ণনগর লোকসভার অন্তর্গত, কৃষ্ণনগর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের ঘূর্ণিতে। সেখানে ২ বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধ। পরে পুলিশ এসে ওই বিজেপি কর্মীদেরই গ্রেফতার করে নিয়ে যায়।
এরপর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়। পরে তিনি কৃষ্ণনগর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, যে মারধর করেছে সে শাসক দলের। তাকে গ্রেফতার না করে পুলিশ আমাদের কর্মীকে ধরে নিয়ে এসেছে।