সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ ডিসেম্বর: নাকা চেকিংয়ে পুলিশের জালে ধরা পড়ল ভিন রাজ্যের দুই পাচারকারী। উদ্ধার হল ৮৪০ বোতল কাশির সিরাপ। গ্রেফতার করা হয়েছে ২ জনকে। গাইঘাটা থানা এলাকার ঘটনা।
পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাতে গাইঘাটা থানার কুলপুকুর এলাকায় যশোর রোডের উপর নাকা চেকিং করছিল গাইঘাটা থানার পুলিশ। এই সময় সন্দেহজনক ব্যক্তিকে আটক করে পুলিশ। ওই দুই ব্যক্তির কাছ থেকে সাতটি পেটির ভেতরে থাকা মোট ৮৪০টি কাশির সিরাপ উদ্ধার হয়। এই কাশির সিরাপের বিষয়ে ধৃতরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সিরাপগুলি বাজেয়াপ্ত করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় মণীশ কুমার এবং শুভম কুমার নামে দুই ব্যক্তিকে। তাদের বাড়ি ঝাড়খন্ড রাজ্যে। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার তাদের বারাসতের বিশেষ আদালতে তোলা হয়।
প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, এই সিরাপগুলি ঝাড়খন্ড রাজ্য থেকে বিভিন্ন পথ ঘুরে গাইঘাটাতে নিয়ে আসা হয়। সেখানে এগুলি এক ব্যক্তির কাছে বিক্রি করার উদ্দেশ্য ছিল তাদের। পরে সেগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল।