পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে জেলায় পৌঁছোল ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সোমবার থেকেই জেলা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে টহল বা রুট মার্চ শুরু করেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শালবনী থানা, গুড়গুড়িপাল থানা এবং কোতোয়ালি থানার অধীন এলাকাগুলিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তথা এলাকাবাসীদের আশ্বস্ত করতেই এই রুট মার্চ বলেও জানিয়েছেন পুলিশ সুপার ধৃতিমান সরকার।
সোমবার বিকেলে মেদিনীপুর শহরের উপকন্ঠে খয়েরুল্লাচক, দেলুয়া, বাঘঘরা এবং শালবনীর শালডহরা, দক্ষিণশোল প্রভৃতি এলাকায় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।