অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২জানুয়ারি: আজ ১২ই জানুয়ারি রবিবার। রাজ্য জুড়ে শ্রদ্ধার সাথে স্মরণ করা হল বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের ১৫৭ তম জন্ম জয়ন্তী। আর এই দিনটি শ্রদ্ধার্ঘ্য ও মর্যাদার সাথে পালিত হল সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। এদিন সকালে সুবর্ণরেখা মহাবিদ্যালয়ে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন ঝাড়গ্রাম জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের একাধিক সদস্য।
মাল্যদানের পরে স্বামী বিবেকানন্দের চেতনা, আদর্শ ও চিন্তাভাবনা ছাত্র, যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক। অন্যদিকে গোপীবল্লভপুরের ছাতিনাশোল বাজারে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করলেন নয়াগ্রাম বিধানসভার এমএলএ দুলাল মুর্মু। এছাড়াও উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের ১নং ব্লকের ব্লক সভাপতি শঙ্কর প্রসাদ হাঁসদা, শুভেন্দু দাস, মনোজ রথ, হেমন্ত ঘোষ, রঞ্জিত মহাকুল, সিমল সরেন সহ একাধিক তৃণমূল কর্মীরা।এছাড়া গোপীবল্লভপুর ২নং ব্লকের রান্টুয়ায় তৃণমূল কার্যালয়ে বিবেকানন্দের ফটোতে মাল্যদান করেন জেলা পরিষদের সদস্য স্বপন পাত্র। এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সভাপতি টিঙ্কু পাল, যুব সভাপতি অনুপম মল্লিক সহ একাধিক তৃণমূল কর্মীরা।