পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: ২০১১ সালের ৭ জানুয়ারি পশ্চিম মেদিনীপুরের লালগড় থানার নেতাই গ্রামে সিপিআইএম হার্মাদদের গুলিতে ৯ জন নিরস্ত্র নিরীহ গ্রামবাসীর মৃত্যু হয়। ২৮ জনের বেশি আহত হন। ইতিহাসের পাতায় এই ঘটনাকে নারকীয় গণহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই নৃশংস অপরাধের তদন্ত করেছিল সিবিআই। কিন্তু দুঃখের বিষয় ১৪ বছর পার হয়ে যাওয়া সত্ত্বেও এখনো নেতাই গণহত্যার অপরাধীদের শাস্তি হয়নি। একে অপরাধীরা জামিনে মুক্ত হয়ে সমাজে অবাধে বিচরণ করছে।
প্রতিবছরের মতো এবছরও ৭ই জানুয়ারি নেতাইয়ের শহিদ মঞ্চে শহিদ স্মরণ অনুষ্ঠান জন সমাবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও মন্ত্রী বিরবাহা হাঁসদা, মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, জেলা সভাপতি তথা বিধায়ক দুলাল মুর্মু, বিধায়ক সুজয় হাজরা, অজিত মাইতি, উত্তরা সিং হাজরা,দীনেন রায় সহ ঝাড়গ্রাম, মেদিনীপুর ও জঙ্গলমহলের অন্যান্য নেতৃত্বরা।