আমাদের ভারত, ২৯ আগস্ট: দত্তপুকুরের নীলগঞ্জে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু ও ১০ জনের গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এসইউসিআই (কমিউনিস্ট) দলের বারাসাত-বনগাঁ সাংগঠনিক জেলার ডাকে মঙ্গলবার দত্তপুকুরের ইছাপুর-নীলগঞ্জ অঞ্চলে ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়।
এসইউসিআই(সি)-র প:ব: রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর জানান, “ওই অঞ্চলের সাধারণ মানুষ এই বনধকে সর্বতোভাবে সমর্থন জানায়। দোকানপাট বন্ধ ছিল। নীলগঞ্জ বাজার কমিটি এই বনধকে সম্পূর্ণ সমর্থন জানায়। বনধের সমর্থনে সকাল থেকে দলের কর্মীরা মিছিল করে।
সোমবার জেলাজুড়ে প্রতিবাদ দিবস পালিত হয় এবং জেলাশাসকের দফতরে বিক্ষোভ ও স্মারকলিপি কর্মসূচি পালিত হয়। দলের বারাসাত- বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক তুষার ঘোষের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে দেখা করে অবিলম্বে সমস্ত বেআইনি বাজি কারখানা বন্ধ করা, দোষীদের শাস্তি এবং নিহত ও আহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান।