সায়ন ঘোষ, বনগাঁ, ৩ ডিসেম্বর: ভারতীয় নথি না থাকায় কাজ পাচ্ছে না বাংলাদেশের অনুপ্রবেশকারীরা। ফলে দেশে ফিরছে হাজার হাজার অনুপ্রবেশকারী। সোমবার গভীর রাতে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল থানার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ১২ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে ১৭৯ নম্বর ব্যটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনী। ধৃতদের মধ্যে পাঁচ জন মহিলা। নাম মনিদার মণ্ডল, আব্দুল ইসলাম, মুননি বেগম, রেজাউল করিম, সুলতানা করিম, লীমা বেগম, নুসরত ইসলাম, সরিফুল শেখ, সফিউদ্দিন শেখ, পারাদীপ বিশ্বাস, মাড়িয়া মণ্ডল, সারফুল খোকন। ধৃতরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা বলে যানা যায়।
বিএসএফ সূত্রের খবর, গত এক মাসে বনগাঁ মহকুমা থেকে এই পর্যন্ত ২৬৪ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ। বিএসএফ তাদের জেরা করে জানতে পারে, ধৃতরা গত চার বছর আগে বাংলাদেশ সীমান্ত পার করে চোরাই পথে ভারতে
ঢুকেছিল। ভারতে ঢুকে ব্যাঙ্গালোরে কাজ করত। ধৃতরা জানিয়েছে, বৈধ ভারতীয় নথি না থাকায় কাজ থেকে তাদের ছাঁটাই করে দিয়েছে। তাই দেশে ফিরে যাচ্ছিলাম। তার আগেই বিএসএফ জওয়ানরা আটক করে। মঙ্গলবার ধৃতদের পেট্রাপোল থানার হাতে তুলে দেয় সীমান্তরক্ষী বাহিনী।
হিন্দু সংহতির জেলা সভাপতি অজিত অধিকারী বলেন, গোটা ভারতবর্ষে বাংলাদেশি অনুপ্রবেশকারী ছেয়ে গিয়েছে। এর ফলে দেশের অর্থনীতি তলানিতে ঢেকেছে। ইতি মধ্যে সমস্ত রাজনৈতিক দল একত্রিত হয়ে অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করা উচিৎ। এমনকি শুধু বনগাঁ নয় গোটা রাজ্যেও প্রচুর অনুপ্রবেশকারী আছে যারা বাংলাশেদের নাগরিক এদেশেরও জ্বাল নাগরিকত্ব করে ঘাঁটি গেড়ে সন্ত্রাসের চালাচ্ছে। ধৃত অনুপ্রবেশকারীদের মঙ্গলবার বনগাঁ আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।