Trade fair, EXPO, মেদিনীপুরে উদ্বোধন হলো ১১তম ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো ২০২৪

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৫ জানুয়ারি: আজ উদ্বোধন হলো ১১তম ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেড ফেয়ার এন্ড হ্যান্ডিক্রাফট এক্সপো ২০২৪। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরের মুক্তমঞ্চে হয় উদ্বোধনী অনুষ্ঠান। মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা তাদের পসরা সাজিয়ে বসেছেন।

এদিন প্রদীপ জ্বালিয়ে এই মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভুঁইঞা। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সরঙ্গি, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মানস ভুঁইঞা বলেন, জেলায় শিল্পের প্রয়োজন রয়েছে। আমরা শিল্পপতিদের কাছে আবেদন করেছি পশ্চিম মেদিনীপুর জেলাকে শিল্পের জন্য ডেস্টিনেশন বানাতে। এই জেলায় জায়গা আছে, জল আছে, জঙ্গল আছে, পরিবেশ আছে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা আছে।

কিন্তু এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের আসন ছিল খালি। ১২ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত মেদিনীপুর কলেজ মাঠে যে সৃষ্টিশ্রী মেলা হয়েছিল তাতেও দর্শক আসন ছিল খালি। নতুন করে যে শিল্প মেলা শুরু হল সেই শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চের সামনে দর্শকের আসন ছিল সম্পূর্ণ খালি। যদিও মানস ভুঁইঞা বলেন, প্রচন্ড ঠাণ্ডা, শিশির পড়ছে তাই লোক আসেনি, তবে লোক আসবে।

জেলার শিল্প মেলা, অথচ নেই জেলাবাসী। উদ্বোধনী মঞ্চের সামনে দর্শকের আসন খালি। প্রচারের অভাব? নাকি মানুষ চাইছে না আসতে? আগামী চার দিন এই মেলায় কতটা ভিড় হবে সটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *