সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি: কাঁটাতার টপকে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের হাতে গ্রেফতার মহিলা সহ ১১ জন। উত্তর ২৪ পরগণার বাগদা থানার তিনটি এলাকায় অভিযান চালিয়ে ‘অনুপ্রবেশকারী’দের গ্রেফতার করা হয়েছে বলে খবর মিলেছে বিএসএফ সূত্রে। বিএসএফ আরও জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ করার অপরাধে অনুপ্রবেশকারীদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা বিভাগের পাওয়া তথ্যের ভিত্তিতে গোটা দালাল চক্রকে বন্ধ করতে চাইছে বিএসএফ।
সূত্রের খবর, শুক্রবার তিন বাংলাদেশি সহ দুই ভারতীয় দালালকে গ্রেফতার করে পুলিশ বনগা আদালতে পাঠিয়েছিল। শনিবার ফের বাগদার বিভিন্ন এলাকা থেকে ১১জন বাংলাদেশিকে গ্রেফতার করে আদালতে পাঠায়। দালালদের মধ্যে অনুপ্রবেশকারীরা ভারতীয় ভূখণ্ডে চলে আসছে এমনই অভিযোগ উঠছে বার বার। তবে বিএসএফের তৎপরতায় সেই সমস্ত কিছুই ভেস্তে যাচ্ছে। জওয়ানরা জানিয়েছে, ১১জনকে বাগদার জিয়ালা মোড়, হেলেঞ্চা বাজার ও বানেশ্বরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম হৃদয় চৈতন্য, আবীর চন্দ্র মৃধা, লিপি রানী মৃধা, পপি আখতার, আব্দুর রহিম, শ্যামল সরকার, মোয়াজেম শেখ, মোহম্মদ ইউসুফ, সঞ্জিত বিশ্বাস, বাপ্পা সেন, নীরব বিশ্বাস।
বিএসএফ জানিয়েছে, ধৃত ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের অবৈধ ভাবে কাঁটাতার পেরনোর অভিযোগে গ্রেফতার করে পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য বাগদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃতদের শনিবার আদালতে হাজির করানো হয়। বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।