স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৬ মার্চ:
আবারও হাঁসখালির ছায়া রানাঘাটে। এবার দোলের দিন
মদ্যপান করে এক দশম শ্রেণির স্কুল ছাত্রীকে একা পেয়ে বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণ করার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। আর এই ঘটনার খবর সামনে আসতেই মঙ্গলবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাট উত্তর- পশ্চিম বিধানসভার অন্তর্গত আরবান্দি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায়।
সূত্রের খবর, আরবান্দি এলাকার বাসিন্দা দশম শ্রেণির এক ছাত্রীর মা সোমবার সন্ধ্যায় তার আত্মীয়কে ট্রেনে তুলে দিতে যায়। অভিযোগ, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে ওই কিশোরীকে একলা পেয়ে তার বাড়িতে ঢুকে জোর করে ধর্ষণ করে স্থানীয় এক তৃণমূল নেতার ছেলে। অভিযোগ, কিশোরীর মা বাড়ি ফিরে মেয়েকে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখলে বিষয়টি সামনে আসে। পরে আশঙ্কাজনক অবস্থায় ওই স্কুল ছাত্রীকে প্রথমে বাদকুল্লা গ্রামীন হাসপাতাল ও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কৃষ্ণনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই স্কুল ছাত্রী। ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ।
প্রসঙ্গত এর আগে হাঁসখালিতে এক কিশোরীকে মদ্যপান করে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছিল। আর এবার আরবান্দির এই ঘটনা হাঁসখালির সেই স্মৃতিকে তাজা করে দিলো। আর ভোটের আগে এই ঘটনাকে সামনে রেখে আন্দোলনে নামার উদ্যোগ নিচ্ছে বিজেপি। দোষী যুবকের কঠিন শাস্তির দাবি জানিয়েছে বিজেপি।