করোনা আক্রান্ত দেশ থেকে ফিরে নিখোঁজ ১০২ জন ! আরো জাঁকিয়ে বসেছে আতঙ্ক

আমাদের ভারত,১৪ মার্চ:বিদেশ সফর থেকে দেশে ফিরেছেন অন্ধ্রপ্রদেশের ৬৬৬ জন। জানা গেছে তারা সকলেই কোরনা আক্রান্ত দেশ থেকেই ফিরে এসেছেন। কিন্তু এই ৬৬৬ জনের মধ্যে ১০২ জন নিখোঁজ বলে জানানো হয়েছে সরকারি স্বাস্থ্যমন্ত্রকের তরফে। তাদের খোজ চালানোর চেষ্টা হলেও এখনো তাদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি। আর এই খবর জানাজানি হতেই অন্ধ্রপ্রদেশে আরও জাঁকিয়ে বসেছে করোনা আতঙ্ক।

৬৬৬ জনের মধ্যে বাকি ৫৬৪ জনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার মধ্যে ২৩৩ জনের ২৪ দিন পেরিয়ে গেছে বলে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ১০২ জনের কোন খোঁজ মেলেনি। ফলে এই নিখোঁজ হওয়ার ঘটনা ছড়াতেই আতঙ্ক মারাত্মকভাবে ছড়িয়েছে অন্ধ্রে।

করোনা আটকাতে কড়া নজরদারি চালাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার। ইতিমধ্যে ৩৩১ জনকে আইসোলেশন রাখা হয়েছে। ১২জন ভর্তি আছেন রাজ্যের একাধিক হাসপাতলে। অন্য সকলকে বাড়ির মধ্যে আইসোলেশন করে রাখা হয়েছে।

কিন্তু করোনা আক্রান্ত দেশ থেকে ফিরেও নিখোঁজ ১০২ জনের ব্যাপারে কোনো তথ্যই নেই সরকারের কাছে।

অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতরের তরফে জানা হয়েছে নিখোঁজদের খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। অনেকেরই ফোন নাম্বার নেই এমনকি ঠিকানা পাওয়া যায়নি। ১০ ফেব্রুয়ারির পর থেকে যারা বিদেশ সফর সেড়ে গ্রামেও ফিরেছেন তাদেরও বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন গ্রামের প্রতিনিধিরা। নজর রাখা হয়েছে তাদের উপরেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *