৮ জুন থেকে ১০০% কর্মী নিয়ে খুলে যাবে বেসরকারি- সরকারি অফিস, আসন সংখ্যার সমান যাত্রী উঠবে বাসে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ২৯ মে : রাজ্যে শিথিল হচ্ছে লকডাউনের নিয়ম-কানুন। পয়লা জুন থেকে রাজ্যের ধর্মীয় স্থান থেকে অফিস প্রায় সমস্ত কিছুই খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যেই অর্থনীতির চাকা সচল করতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। তবে সবক্ষেত্রেই স্যানিটাইজেশনের উপর জোর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী পয়লা জুন থেকে পাটশিল্প ও চা শিল্পে ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার কথা ঘোষণা করেছেন। একই সঙ্গে ৮ জুন থেকে ১০০% কর্মী নিয়ে সরকারি-বেসরকারি অফিস খোলার কথা ঘোষণা করেন তিনি। তবে অফিস হোক বা পরিবহন সব ক্ষেত্রেই স্যানিটাইজেশনের কথা মনে করিয়েছেন তিনি। কাজ করার মাঝে মাঝেই স্যানিটাইজ করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী।

এর আগে ৩৩ শতাংশ কর্মী নিয়ে কাজ করার কথা ঘোষণা হয়েছিল। কিন্তু শুক্রবার নবান্নে আগামী ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মী নিয়ে অফিস কাছাড়ি খুলে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

তবে ১০০ শতাংশ হাজিরা হতে গেলে গণ পরিবহন চালু হওয়া দরকার। ট্রেন বা মেট্রো সেক্ষেত্রে চলবে কিনা তা এখনো জানা যায়নি কারণ এই সিদ্ধান্ত নেবে কেন্দ্র। কিন্তু মুখ্যমন্ত্রী বলেন, বাসের সংখ্যা অনেকটাই বেড়ে যাবে তখন, ট্যাক্সি, অটো চলবে ফলে খুব বড় সমস্যা হয়তো হবে না।

এদিন মুখ্যমন্ত্রী বেসরকারি বাসের যতগুলি আসন ততজন যাত্রী তোলার কথাও জানিয়ে দেন। তবে কোনো বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাত্রী যাবে না বলেও জানিয়েছেন তিনি। আসন সংখ্যার বেশি যাত্রী তোলার জন্য কন্ডাক্টরকে জোর করতে নিষেধ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ মুখ্যমন্ত্রী বলেন, বেসরকারি বাসের ক্ষতি হচ্ছে বলেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে মাত্র ২০ জন যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। এবার বাসের আসন সংখ্যা সমান যাত্রী তোলা যাবে বাসে। তবে যেহেতু সব আসনেই যাত্রী বসবে তাই স্যানিটাইজেশনের উপর জোর দেওয়া হয়েছে। মুখে মাস্ক হাতে গ্লাভস থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

অন্যদিকে সোমবার থেকে রাজ্যের সমস্ত মন্দির, মসজিদ, গির্জা খুলে দিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তবে সেখানে ১০ জনের বেশি ঢুকতে পারবে না বলেও জানিয়েছেন তিনি। সব ধর্মীয় স্থানে কোন রকম জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *