আমাদের ভারত, ডায়মন্ড হারবার, ১ জানুয়ারি: নতুন বছরের প্রথম দিনে পিকনিক করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন অন্তত দশজন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার থানার চাঁদনগর পেট্রোলপাম্পের কাছে।
কলকাতার নাসিরনগর থেকে ডায়মন্ড হারবারে পিকনিক করতে এসেছিলেন জনা দশেক পর্যটক। দুপুরে খাওয়া দাওয়ার পর সেখান থেকে ফিরে যাওয়ার সময় উল্টোদিক থেকে আসা একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায় পর্যটক বোঝাই গাড়িটি। ঘটনার জেরে সাময়িক ভাবে যানজট সৃষ্টি হয় ১১৭ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় অন্যদিকে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করেছে পুলিশ।