আমাদের ভারত,২৬ ফেব্রুয়ারি:কাফ সিরাপে আছে বিষাক্ত রাসায়নিক আগেই সতর্ক করেছিল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশন। কিন্তু তারপরেও রমরমিয়ে বাজারে বিক্রি হচ্ছিল ওই ব্র্যান্ডের কাফ সিরাপ। অভিযোগ ওই কাফ সিরাপ খেয়েই মৃত্যু হয়েছে 10 টি শিশুর। হিমাচল প্রদেশ সরকার কোল্ড বেস্টপিসি ব্র্যান্ডের কাফ সিরাপ নিষিদ্ধ করে দিয়েছে। বাতিল করে দেওয়া হয়েছে কাফ সিরাপ নির্মাতা সংস্থার লাইসেন্স।
ড্রাগ কন্ট্রোল পরীক্ষায় উত্তীর্ণ হয়নি এই ব্যান্ড। সম্প্রতি জম্মু-কাশ্মীরের রামপুর,উদয়পুর জেলা ও হরিয়ানা থেকে অন্তত দশটি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। জানা গেছে ওই শিশুরা এই ব্র্যান্ডের কাফ সিরাপ খেয়েছিল। জম্মু-কাশ্মীরের ড্রাগ কন্ট্রোলারের তরফেই খবর পৌঁছায় হিমাচল প্রদেশের ড্রাগ কন্ট্রোলার নবীন মারওয়ার কাছে। আর তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। নিষিদ্ধ করে দেওয়া হয় এই ওষুধ। ল্যাবরেটরিতে পাঠানো হয় ওষুধের নমুনা।
এই ব্র্যান্ডের ওষুধ বানায় ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডিজিটাল ভিশন। ওই ওষুধের নমুনা পরীক্ষা করে দেখেছেন রিসার্চের ডাক্তাররা। দেখা গেছে সিরাপ এর মধ্যে রয়েছে বিষাক্ত রাসায়নিক ডাইইথিলিন গ্লাইকল।
এই পরীক্ষা হয়েছিল চণ্ডীগড়ে রিজিওনাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিতে।হিমাচল প্রদেশের ড্রাগ কন্ট্রোল নবীন মারওয়া বলেন, পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। গত বছর এই সিরাপ কি অসুস্থ হয়ে পড়েছিল অনেকে। রাজ্যজুড়ে তল্লাশি চালিয়ে দুই হাজারেরও বেশি ওষুধ বাতিল করা হয়েছিল। ড্রাগ কন্ট্রোল কর্তারা সাবধান করেছিলেন সংস্থার মালিককেও। আইন অনুযায়ী কোন ব্র্যান্ডের ওষুধ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটলে তার সাজা যাবজ্জীবন কারাদণ্ড, কমবেশি ১০ বছরের জেল ও ১০ লক্ষ টাকা জরিমানা হয়। মারওয়া বলেছেন, এই ড্রাগ নির্মাতা সংস্থার লাইসেন্স বাতিল করা হয়েছে।ষ ইতিমধ্যেই। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে।