আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২২ ডিসেম্বর: মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানা এলাকায় মঙ্গলবার সকালে ১০টি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। আর বোমা উদ্ধারকে কেন্দ্র করে খুনের আশঙ্কা প্রকাশ করল বড়ঞার তৃণমূল যুব সভাপতি মাহে আলম।
মঙ্গলবার সকালে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার একঘড়িয়া মোড় সংলগ্ন এলাকা থেকে একটি ব্যাগের মধ্যে থেকে ১০টি তাজা বোমা উদ্ধার করে বড়ঞা থানার পুলিশ। আর এই বোমা উদ্ধারের ঘটনায় বড়ঞা ব্লক যুব তৃণমূলের সভাপতি মাহে আলম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে জায়গা থেকে উদ্ধার হয়েছে এই
বোমাগুলি সেটি তার বাড়ি যাওয়ার প্রধান রাস্তা। তাঁর অভিযোগ দুষ্কৃতীরা তাকে প্রাণে মারার জন্যই এই বোমা মজুত রেখেছিল। বর্তমানে যুব সভাপতি মাহে আলম পুলিশের দ্বারস্ত হয়ে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।
কান্দি মহকুমা পুলিশ প্রশাসন জানিয়েছে, মঙ্গলবার সকালে বোমা উদ্ধার করা হয়েছে, বোমা নিষ্ক্রীয় করার জন্য বোম স্কোয়াডে খবর দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন।