অমরজিৎ দে, ঝাড়গ্রাম,২৬ অক্টোবর: বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। গুরুতর জখম আরো ২ জন। ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থেকে হাতিবাড়ি যাওয়ার ৯ নং রাজ্যে সড়কের উপর নোয়াগাঁ এলাকায়। মৃত ব্যক্তির নাম লম্বুধর দাস। আহতদের নাম শ্রীরাম মাণ্ডি, রাজকুমার মাঝি।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি চারচাকা গাড়ি গোপীবল্লভপুরের দিক থেকে দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নোয়াগাঁ এলাকার কাছে একটি ট্রাক্টরের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় লম্বুধর দাসের। আহত শ্রীরাম মাণ্ডি ও রাজকুমার মাঝিকে গোপীবল্লভপুর থানার পুলিশ উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজনের অবস্থার অবনতি ঘটায় তাকে মেদিনীপুর কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।