স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২ নভেম্বর: বাইক ও লরির সংঘর্ষে মৃত এক আহত এক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অন্তর্গত শ্রীপল্লি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই ব্যক্তির নাম উনসাখ আলি (৬৫), বাড়ি ডালখোলা থানার হরিপুর এলাকায়। ডালখোলা এলাকায় কোনও কাজে আসার সময় পিছন দিক থেকে আসা একটি লরি বাইকে ধাক্কা মারলে লরির সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনায় গুরুতর জখম হয় এক জন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য করণদিঘি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছে।
খবর শুনে ছুটে আসে মৃতের আত্মীয় স্বজনরা। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ শুরু করে মৃতের আত্মীয় স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে দীর্ঘক্ষণ ৩৪ নং জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। পুলিশ গাড়িটিকে আটক করে ডালখোলা থানায় নিয়ে গেছে। যদিও গাড়ির চালক পলাতক। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।