Bankura, theft, বাঁকুড়ার চকবাজারে তালা ভেঙ্গে একাধিক দোকানে চুরির ঘটনায় গ্ৰেপ্তার ১

আমাদের ভারত, বাঁকুড়া, ৭ জুলাই: বাঁকুড়া শহরের কেন্দ্রস্থল চকবাজারে গত দু’দিন আগে অধিক রাতে পরপর একাধিক দোকানে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে।পুলিশ ফাঁড়ির ঢিল ছোড়া দূরত্বে দুঃসাহসিক ভাবে চুরির ঘটনায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। এই দোকানগুলি থেকে ক্যাশবাক্স ভেঙ্গে টাকা এবং ইলিশ ও পমফ্রেট সহ বিভিন্ন মাছ চুরি যায়। এছাড়া বেশ কয়েক ট্রে ডিম নষ্ট করে দেওয়া হয় বলে অভিযোগ। চুরির পর টহলরত পুলিশ কর্মীরা মাছের দোকানের তালা ভাঙ্গা দেখে ঘটনা টের পান। তারা ফোন করে খবর দেন সংশ্লিষ্ট দোকান মালিকদের। বাঁকুড়া সদর থানায় এবিষয়ে অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট দোকানদাররা। সেই অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করে বাঁকুড়া থানার পুলিশ। রবিবার তাকে আদালতে তোলা হয়। ধৃতের পুলিশি হেফাজত চাওয়া হয়েছে।

চুরির খবর পেয়ে এদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাঁকুড়া পুরসভার ২ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে। বাঁকুড়া শহরের প্রাণ কেন্দ্রে জনবহুল এলাকায় এবং পুলিশ ফাঁড়ির কাছে একাধিক দোকানের তালা ভেঙ্গে চুরি হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *