সিদ্দিকুল্লা চৌধুরীকে “ছাগল পাগল” বললেন অনুব্রত

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৫ ডিসেম্বর : মঙ্গলকোটের দলীয় বিধায়ক সিদ্দিকুলা চৌধুরীকে পাগল ছাগল বলে কটাক্ষ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুভেন্দু প্রসঙ্গে তাঁর সাবধানী মন্তব্য কেউ দল ছেড়ে গেলে দলের কোনও ক্ষতি হয় না।

দিন কয়েক থেকে দ্বিতীয় দফায় বুথ ভিত্তিক সম্মেলন শুরু করেছেন অনুব্রত মণ্ডল। এদিন ছিল বোলপুর ব্লকের সম্মেলন। সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যে ২০টির বেশি আসন পাবে না। আর তৃণমূল ২২০-২৩০টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়বে। বাকিরা মিলিয়ে মিশিয়ে জয়ী হবে”। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, “শুভেন্দু এখনও দলে আছেন। তাছাড়া তৃণমূল দলে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ কোনো ফ্যাক্টর নয়। যদি শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করে তখন তার বিষয়ে মন্তব্য করবো। কেউ বেরিয়ে তৃণমূলের কোনও ক্ষতি করতে পারবে না”। বেশ কিছুদিন ধরে সিদ্দিকুল্লা চৌধুরী সরাসরি অনুব্রত মণ্ডলকে আক্রমণ করে চলেছেন। কখনও অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এ প্রসঙ্গে অনুব্রত বলেন, “উনি একজন পাগল ছাগল লোক। কোথায় কি বলল সেই বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না। পাত্তাও দিতে চাই না”।

বিজেপির বিষয়ে মানুষকে সচেতন করতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি বলেন, “আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই। কিন্তু এখন থেকেই ওরা (বিজেপি) মারবো ধরবো কাটবো শুরু করেছে। এর জবাব আগামী দিনে বাংলার মানুষ ওদের দেবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *