পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: আজ শালবনীর পাথর কুমকুমিতে শালবনী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়। একই সঙ্গে মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনের প্রস্তুতিও সারা হয়। সভায় সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোট নির্বাচিত করার আহ্বান জানান ব্লক সভাপতি সহ ব্লকের সমস্ত নেতা ও জেলা নেতৃত্বরা।
উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেও এখনও পর্যন্ত প্রার্থীদের নাম ঘোষোণা করেনি তৃণমূল। প্রার্থীর নাম ঘোষোণা না হলেও শাসক দল তৃণমূল যে পুরোপুরি প্রস্তুত তা দাবি করেন ব্লক সভাপতি জোতিপ্রসাদ মাহাত। তিনি বলেন, প্রার্থী যেই হোক, তাকে জেতানোর জন্য দলের নির্দেশ মেনেই কাজ করবে দলের সমস্ত কর্মীরা। এছাড়াও গত বিধানসভা ও লোকসভা নির্বাচন থেকে এবারের উপ নির্বাচনে তৃণমূল বেশি ভোটে জিতবে। এমনকি আরজিকর কান্ডের কোনও প্রভাব পড়বে না বলেও তিনি জানান।
এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুজয় হাজরা, শালবনীর বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো বিধায়ক দিনেন রায় সহ একাধিক নেতৃত্ব।