প্রসঙ্গ জেএনইউ, মমতার বিবেক নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

নীল বনিক, আমাদের ভারত, ৬ জানুয়ারি: জেএনইউয়ের ঘটনায় মমতার বিবেক নিয়ে সন্দেহ প্রকাশ করলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কাদের সমর্থন করছেন। যারা বারবার জেএনইউতে দেশবিরোধী স্লোগান তোলেন? আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োর চুল ধরে টানা হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেক নাড়া দেয়নি?

সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তিনি বলেন, যাদবপুরের ঘটনা নিয়ে একবারও মুখ্যমন্ত্রী সরব হননি। যখন যাদপুরে আমাদের নেত্রী অগ্নিমিত্রা পালকে হেনস্থা করা হয়েছিল, তাঁর কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছিল, সেই সময়ে মুখ্যমন্ত্রী কিছু বলেননি। তাই দিল্লির ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য আমার কাছে সন্দেহজনক। তাছাড়া দিল্লিতে আমি ছিলাম না। মুখ্যমন্ত্রী ছিলেন না। সেই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করে কিভাবে সবকিছু বলে দিচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ভিতর এমন ভাংচুরের ঘটনা সমর্থনযোগ্য নয়। যা হয়েছে তা নিশ্চই প্রশাসন দেখবে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *