আল্লা-পয়গম্বরে অপমান করলে তাকে ভয়াবহ শাস্তি পেতে হবে, হুমকি জাকির নায়েকের

আমাদের ভারত,৩০ অক্টোবর: ক্রমশই বিশ্বের একাধিক ইসলামিক রাষ্ট্রের সঙ্গে বিরোধ স্পষ্ট হয়ে উঠছে ফ্রান্সের। ইসলাম ধর্ম সম্পর্কে ফ্রান্সের রাষ্ট্রপতি দেওয়া বয়ান বহু মুসলিম দেশের রাষ্ট্রনেতাদের পছন্দ হয়নি। আর সেই কারণেই ফ্রান্স ঐ সমস্ত ইসলাম ধর্ম গুরুর রাষ্ট্রনেতাদের রোষের মুখে পড়েছেন। হজরত মহম্মদের কার্টুনের সমর্থন ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা মুসলিম ধর্মাবলম্বিদের ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। এবার নাম না করেই ফ্রান্সের রাষ্ট্রপতিকে মারাত্মক হুমকি দিলেন নিজেকে ইসলামের প্রচারক বলে পরিচয় দেওয়া জাকির নায়েক।

হজরত মহম্মদের কার্টুন আঁকার কারণে ফ্রান্সের এক শিক্ষকের মুন্ডচ্ছেদ করেছিল এক জঙ্গি বলে খবর। তারপরই ফ্রান্সের রাষ্ট্রপতি ইসলাম নিয়ে এক মন্তব্য করেন যা বিতর্কিত বলে ঠাহর করে বিশ্বের মুসলিম প্রধান দেশগুলি। তারমধ্যে ফ্রান্সের এক গীর্জায় সন্ত্রাসী হামলা হয়। তিনজনকে শিরচ্ছেদ করে খুন করা হয়েছে। তারপর আবার ফ্রান্সের প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন জাকির নায়েক।

কোরান শরিফের একটি আয়াত তুলে ধরে তিনি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, আল্লাহর উপর ভরসা রাখা কাউকে গালিগালাজ করলে তাকে ভয়ানক শাস্তি পেতে হবে। বাস্তবে যারা আল্লাহ ও তাঁর ওপর বিশ্বাস রাখা মানুষদের গালিগালাজ করে তাদের এই জীবনে তো বটেই জীবনের পরেও ভয়ানক শাস্তি ভোগ করতে হয়। জাকির নায়েক সারা দুনিয়ার মানুষকে ফ্রান্সের পন্য বর্জনের আর্জি জানিয়েছেন।

দিন কয়েক আগেই ভারতীয়দের প্রতিও ক্ষোভ প্রকাশ করেছিলেন জাকির। তার দাবি ছিল পয়গম্বর আল্লাহর নামে কুৎসা রটানো ব্যক্তিদের ইসলামিক রাষ্ট্র গুলির জেলে বন্দি রাখা উচিত। ভারতে বিজেপির ভক্তরা এমন কাজ করছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি। তাঁর কথায় এরপর থেকে সেই সব ব্যক্তিরা কখনো সৌদি আরব বা ইসলামিক দেশে গেলে তাদের আটক করে জেলে বন্দি রাখা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *