পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: গত রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার পিংলায় জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তারই পাল্টা হিসেবে মঙ্গলবার জনসভা করতে আসে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ। এদিনের জনসভা থেকে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানাতে দেখা যায় সায়নী ঘোষকে।

কিছুক্ষণ বক্তব্য রাখার পরে মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন যুব নেত্রী। পরক্ষণে মঞ্চতেই তার চিকিৎসা শুরু করেন মন্ত্রী মানস ভুঁইঞা। মানসবাবু মন্ত্রীর পাশাপাশি বিগত দিনে ডাক্তার হিসেবে অপরিচিত ছিল। আর ডক্টর হিসেবে মঞ্চেই নেত্রীর চিকিৎসা শুরু করে দেন। দীপাংশু ভদ্রের যোগ বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন।
এদিনের জনসভায় উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সায়নী ঘোষ, রাজ্য তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য, মন্ত্রী মানুষ ভুঁইঞা ও পশ্চিম মেদিনীপুর জেলার কো-অর্ডিনেটর তথা পিংলার বিধায়ক অজিত মাইতি।

