৩ মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে প্রতীকি অনশন ভারতীয় যুব মোর্চার

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১৩ মে: করোনা মহামারিতে সাধারণ মানুষকে কিছুটা রেহাই দিতে এবার পশ্চিমবঙ্গে ৩ মাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে আলিপুরদুয়ারের বিদ্যুৎ দফতরের অফিসের সামনে প্রতীকি অনশন করল ভারতীয় জনতা যুব মোর্চার কর্মকর্তারা। বুধবার বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত সরকারি নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পোস্টার হাতে অনশনে বসেন যুব কার্যকর্তারা। উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক মিঠু দাস, জেলা যুব সভাপতি প্রভাত কুমার সরকার সহ যুব মোর্চার জেলার পদাধিকারি সহ শতাধিক কর্মকর্তা।

মিঠু দাস জানান,’করোনা মহামারি থেকে বাঁচতে গোটা দেশ জুড়ে লকডাউন চলছে। তবে পশ্চিমবঙ্গের সরকার মানুষের উপর নজর দিচ্ছে না। তাই আমরা শ্রমজীবী খেটে খাওয়া সাধারণ মানুষের স্বার্থে পশ্চিমবঙ্গের সরকারের কাছে ৩ মাসের বিদ্যুতের বিল মকুব করবার দাবিতে আজ আমরা প্রতীকি অনশনে বসেছি। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং বিদ্যুৎ মন্ত্রীর কাছে এই আবেদন রাখছি তারা বিদ্যুতের এই বিল মকুব করলে রাজ্যের একটি বড় অংশের মানুষ সেই অর্থে তাদের পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারবে।আমরা জানি তারা হয়ত এই দাবি মানবেন না। কারণ এই দাবি মেনে নিলে তাদের ভাইদের পকেটে টাকা ঢুকবে না। পার্টি ফান্ডে টাকা ঢুকবে না, কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবেন। আর সাধারণ মানুষের জন্য ভারতীয় যুব মোর্চা সর্বদা লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াই আগামী দিনেও চালিয়ে যাব।” তিনি মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন করে বলেন,“মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাতর আবেদন আপনি যদি ৩ মাসের বিদ্যুতের বিল মুকুব করে দেন তাহলে বহু সাধরণ মানুষ উপকৃত হবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *