আমাদের ভারত, ২০ ডিসেম্বর: ভারত দখল করার দিবা স্বপ্ন দেখতে গিয়ে প্রকাশ্যে আলটপকা মন্তব্য করে চলেছেন বাংলাদেশ সরকারের একাধিক কর্তা। অখন্ড বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন মহম্মদ ইউনুসের উপদেষ্টা মাহফুজ আলম। সোশ্যাল মিডিয়ায় ইউনুসের অত্যন্ত কাছের লোকের এই পোস্ট ঘিরে তীব্র বিতর্কের ঝড় ওঠে। শুক্রবার মাহফুজের সেই পোস্টের তীব্র বিরোধিতা করলো ভারতের বিদেশ মন্ত্রক।
সাংবাদিক বৈঠকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল স্পষ্ট জানান, প্রকাশ্যে আলটপকা মন্তব্যের আগে ভাবতে হবে। যা খুশি বলা সঠিক নয়।
মাহফুজ আলমের অখন্ড বাংলাদেশের দাবি নিয়ে নাম না করে রনধীর জয়সওয়াল বলেন, “আমি সকল সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে করিয়ে দিতে চাই, জনসমক্ষে কোনো মন্তব্য করার সময় যেনো কি বলছি সেটা মাথায় থাকে।” সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরাকে বাংলাদেশের অংশ হিসেবে দেখিয়ে পোস্ট করেছিলেন মাহফুজ আলম। পোস্ট ঘিরে তুমুল বিতর্ক শুরু হতেই সরিয়ে দিতে বাধ্য হন মাহফুজ। বিজয় দিবসে দীর্ঘ ওই পোস্ট করেন ইউনুসের ডান হাত তথা উপদেষ্টা বাংলাদেশের অন্যতম প্রভাবশালী এই ব্যক্তি। তার পোস্টে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, উত্তর পূর্বে ৭ রাজ্য দখল করে অখণ্ড বাংলা তৈরির হুমকি দিয়েছিলেন মাহফুজ।
ডিলিট করে দেওয়া ওই ফেসবুক পোস্টে মাহফুজ দাবি করেছিলেন, বাংলাদেশের জুলাই- আগস্ট- এর গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দিতে হবে।
এদিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, যে পোস্ট নিয়ে বলা হচ্ছে সেটি ডিলিট করা হয়েছে। ওই পোস্টের তীব্র বিরোধিতা করেছে ভারত। যেখানে ভারত বারবার সু- সম্পর্ক স্থাপনে জোর দিচ্ছে সেখানে এ ধরনের মন্তব্য দায়িত্ব জ্ঞান হীনতার পরিচয় দেয়। অখন্ড বাংলাদেশের ম্যাপ তৈরি না হলে পূর্ণ স্বাধীনতা অর্জন হবে না বলে পোস্টে দাবি করেছেন মাহফুজ। তার পোস্টে বাংলাদেশেও তীব্র নিন্দা জানানো হয়। বাংলাদেশের উপদেষ্টার এমন পোস্টে ভারতকে আরো বলার সুযোগ করে দেওয়া হয়েছে বলে মনে করেছেন বাংলাদেশের বিশিষ্টদের একাংশ। তাঁদের মতে এটা অত্যন্ত ক্ষতিকর কাজ করেছেন।