আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: মহিষাসুর নয়, ভারতের শত্রুদের এবার অসুর হিসেবে পুজো মন্ডপে দেখা যাচ্ছে। দুর্গা পুজোর মন্ডপে এবার মহিষাসুরের বদলে অসুরের ভূমিকায় দেখা গেল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুস, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, আর ভারতের উপর চড়া শুল্ক চাপিয়ে অসুরে পরিণত হওয়া মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে। মুর্শিদাবাদের বহরমপুরের পুজো মন্ডপে এই অসুরদের দেখা মিলছে।
বহরমপুরে খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজো কমিটি তাদের দেবী প্রতিমায় মহিষাসুরের জায়গায় অসুর হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে বসিয়েছেন বলে দাবি করেছেন দর্শনার্থীরা। বহরমপুরের আরো একটি প্যান্ডেলে অসুর রুপে দেখা গেছে মহম্মদ ইউনুস ও শাহবাজ শরিফকে।

বহরমপুরের খাগড়া সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের এবার ৮৩তম বর্ষ। এবারে দুর্গা পুজোয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসের আদলে তৈরি করা হয়েছে তাদের মন্ডপের অসুর বলে জানাচ্ছেন দর্শনার্থীরা।
দেবী দুর্গার হাতে যে মুন্ডু মালা তৈরি করা হয়েছে সেটা হল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই বিষয়ে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, তাদের এই বছরের থিম দহন। সেই দহনে ভারতের প্রতিবেশী শত্রুদের তুলে ধরা হয়েছে। সেখানে মূলত পাকিস্তান ও বাংলাদেশকে মনে করা হয়েছে। সেই কারণে শিল্পী দেশের শত্রু হিসেবে এই মূর্তি তৈরি করেছেন।
কিন্তু এই মুখগুলি আসলে কার আদলে বানানো হয়েছে সেটা কেউ স্পষ্ট করে বলছেন না। যদিও দর্শনার্থীরা এক ঝলক দেখেই বলছেন যে এটা মহম্মদ ইউনুস ও শাহবাজ শরিফের মুখ। অন্যদিকে বহরমপুরের প্রতিমা শিল্পী যিনি ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানিয়েছেন, ইউনুসের মূর্তি তৈরির অর্ডার নিয়েছিলেন তিনিও এই বিষয়ে কোনো কথা খোলসা করে বলেননি। তাঁর কথায়, দর্শনার্থীরা দেখে বিচার করুক। তাদের যেটা মনে হবে সেটাই বানানো হয়েছে।

