নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২০ আগস্ট: বিশ্বভারতী কান্ড নিয়ে রাজ্যের উপর চাপ সৃষ্টি করতে বৈঠকে বসছে রাজ্য যুবমোর্চা। বৃহস্পতিবার সন্ধ্যায় মোর্চার সদস্যরা নিজেদের মধ্যে বৈঠকে বসছেন বলে সূত্রের খবর। সংগঠনের একটি অংশ চাইছে বিশ্বভারতী কান্ডে টানা রাস্তায় নেমে আন্দোলন করতে। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবিতে রাজ্যে জনমত গড়ে তুলতে। অন্যদিকে, যুবমোর্চার আরেকটি অংশ চাইছে থানায় থানায় ডেপুটেশন জমা দিতে। প্রয়োজনে রাস্তায় নেমে বিশ্বভারতী কান্ডে দোষীদের গ্রেফতারের দাবিতে সাক্ষর সংগ্রহ করতে। তবে কোন পথে আন্দোলন হবে তা ঠিক করে উঠতে পারেনি যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। আন্দোলনের অভিমুখ ঠিক করতেই এদিন সন্ধ্যায় বৈঠকে বসছেন যুবমোর্চার রাজ্য কমিটি।

উল্লেখ্য, বুধবার কলকাতায় রবীন্দ্রভারতী কান্ডে রাস্তায় নেমে কর্মসূচি নিয়েছিল যুবমোর্চা। কিন্তু রবীন্দ্রভারতী ইস্যুকে তাড়াতাড়ি শেষ করতে চাইছে না বিজেপির যুব সংগঠন। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের গেটে ভাঙ্গচুড় করার জন্য পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তবে যুবমোর্চার দাবি, সবাই গ্রেফতার হয়নি। পুলিশের খাতায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা ভাবছে যুবমোর্চা।

