নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ মার্চ: আগামী মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করবে যুবমোর্চা। সকাল ১০টায় কেওড়াতলা মহাশশ্মানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মাল্যদান করে যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ এই কর্মসূচি শুরু করবেন। তারপর তিনি উত্তর কলকাতায় যুবমোর্চার নেতাদের সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করবেন। শুধু কলকাতাই নয়, রাজ্যের প্রত্যেক সাংগঠনিক জেলার জেলা সভাপতিরাও বাড়ি বাড়ি গিয়ে দলের হয়ে প্রচার করবেন।
মন্ডলে, মন্ডলেও প্রচার করা হবে বলে জানিয়েছেন যুবমোর্চার রাজ্য সহসভাপতি প্রকাশ দাস। তিনি বলেন, রাজ্যজুড়ে প্রায় ৫০ লাখ মানুষের কাছে পৌছানোর চেষ্টা করবে যুবমোর্চা। পরিযায়ী শ্রমিকদের কাজের দাবি বা বেকার শিক্ষিত যুবকদের চাকরির ক্ষেত্রে মন্দা নিয়ে মানুষের মধ্যে জনমত গড়ে তুলবে যুবমোর্চা। সামাজিক দূরত্ব বজায় রেখেই যুবমোর্চা এমন কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন প্রকাশ দাস।

