আমাদের ভারত, মেদিনীপুর, ২১ সেপ্টেম্বর: শালবনি কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ তুলে সোমবার জেলা শাসকের কাছে স্মারকলিপি দিল যুব কংগ্রেস। এদিন দুপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করে জেলা যুব কংগ্রেস সভাপতি মহম্মদ সাইফুলের নেতৃত্বে যুব কংগ্রেস কর্মীরা জেলা শাসকের কার্যালয়ের সামনে পৌঁছে অবস্থান বিক্ষোভ করেন।
কংগ্রেস কর্মীদের অভিযোগ, স্যোশাল মিডিয়ায় প্রকাশিত শালবনি কোভিড হাসপাতালের যে চিত্র ফুটে উঠেছে এবং খড়্গপুরের এক বিশিষ্ট মানুষের যে ছবি প্রকাশ পেয়েছে তা থেকে পরিষ্কার এই হাসপাতালে ভর্তি থাকা রোগীরা সেভাবে কোনও চিকিৎসা পাচ্ছেন না। পরিস্থিতির বদল না হলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।