আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ ফেব্রুয়ারি: ‘বিগ্রেড চলো’ এই স্লোগান তুলে ধরে জেলা যুব তৃণমূলের উদ্যোগে দেওয়াল লিখন কর্মসূচি হলো জলপাইগুড়ির বাবু পাড়ায়। ১০ মার্চ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিগ্রেডে জনসভার ডাক দিয়েছে। বৃহস্পতিবার সভার প্রস্তুতিকে কেন্দ্র করে প্রত্যেক ব্লকের যুব তৃণমূলের সভাপতি’র সঙ্গে বৈঠক করলেন যুব তৃণমূলের জেলা সভাপতি সন্দীপ ছেত্রী। এরপর বাবু পাড়ার জেলা তৃণমূল কার্যালয়ের সামনে দেওয়াল লিখলেন সন্দীপ ছেত্রী।
তিনি বলেন,”বিগ্রেড চলো কর্মসূচিকে সাফল্য করে তুলতে এই দেওয়াল লিখন শুরু হল আজ থেকে। প্রত্যেক ব্লকে এই উদ্যোগ যেমন হবে তেমনি ব্লকে ব্লকে গিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকও হবে।”