আমাদের ভারত, আরামবাগ, ১২ মে: আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও ১০০ দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবিতে এক সমাবেশ হল শুক্রবার বিকেলে। এদিন আরামবাগ নেতাজি স্কোয়ার এলাকায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে তৃণমূলের যুব কংগ্রেসের নেতৃত্বরা। সমাবেশে কয়েক হাজার তৃণমূলের যুব কংগ্রেসের নেতা ও কর্মী হাজির ছিলেন। উপস্থিত ছিলেন আরামবাগ জেলা সাংগঠনিক তৃণমূলে যুব সভাপতি পলাশ রায়, যুব নেতা রাকেশ আলী, পৌরসভার চেয়ারম্যান।