অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ এপ্রিল:
শুক্রবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের দুঃস্থ গরিব মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও গোপীবল্লভপুরের যুব তৃণমূল নেতৃত্ব।
এদিন গোপীবল্লভপুর ১নং ব্লকের সাতমা ১ নং অঞ্চল, আমরদা ২ নং অঞ্চল শাশড়া ৩ নং অঞ্চল, গোপীবল্লভপুর ৫ নং অঞ্চলের ৪০০০ পরিবারের বাড়িতে এই আলু ও কাঁচা সবজি পৌঁছে দেন ঝাড়গাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক ও গোপীবল্লভপুরের তৃণমূলের যুব সভাপতি সত্যকাম পট্টনায়েক ও তৃণমূলের অন্যান্য সদস্যরা। গোপীবল্লভপুরের গরিব মানুষদের বাড়িতে এভাবেই খাদ্য সামগ্রী পৌঁছে দেন তারা। শুধু তাই নয় এরপরে তারা চাল, ডাল, সবজি পুনরায় আবার পৌঁছে দেবেন বলে জানান যুব তৃণমূল নেতৃত্ব।