আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৯ আগস্ট: এলাকার তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে এবার বিক্ষোভ দেখাল দলেরই যুব কর্মীরা। বুধবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে। ভাঙড় ১নং ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি কাইজার আহমদের গ্রেফতারের দাবিতে এলাকার যুব তৃণমূল নেতারা বুধবার বিকালে ভাঙড়ে বিক্ষোভ মিছিল করেন। ভাঙড় ১নং ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাদল মোল্লার নেতৃত্বে এদিন এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। যা নিয়ে নতুন করে ভাঙড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
উল্লেখ্য, গত ৩০ মে ভাঙড়ের কালিকাপুরে যুবনেতা বাদল মোল্লা ও আইনাল মোল্লার উপর বোমাবাজি করে দুষ্কৃতিরা। তাদেরকে হত্যার পরিকল্পনা ছিল বলে অভিযোগ। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসাবে নাম উঠেছিলো কাইজার আহমেদের। ঘটনার পর এখনও তিনি জামিন পাননি বলে পুলিশ সূত্রে খবর। সে কারণে দীর্ঘদিন ধরে এলাকার বাইরে গা ঢাকা দিয়ে ছিলেন কাইজার। গত মঙ্গলবার বাড়ি ফিরে একটি সাংবাদিক সম্মেলন করে এলাকার দোদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা সকলের সঙ্গে এক সাথে কাজ করার বার্তা দেন।
যদিও সে বার্তাকে উপেক্ষা করে এদিন যুব তৃণমূল কংগ্রেস নেতা বাদল মোল্লার নেতৃত্বে কাইজার আহমেদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন যুব নেতারা। ভাঙড় ১ ব্লকের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বাদল মোল্লা জানান, “সেদিন রাতে কাইজার আহমেদ ও তার অনুগামীরা আমাকে বোম মেরে মেরে ফেলার পরিকল্পনা করেছিল। কপালের জোরে আজ বেঁচে আছি। আজও আমি ভালো করে চলা ফেরা করতে পারি না। সেই কাইজার আজও গ্রেফতার হয়নি। বাড়ি ফিরে আবার নতুন করে এলাকা অশান্ত করার চেষ্টা করছে। আজ বিক্ষোভ মিছিল করে কাইজারের গ্রেফতারের দাবি জানালাম। যদি প্রশাসন পদক্ষেপে না নেয় তাহলে বৃহত্তর আন্দোলন হবে”। বাদল মোল্লার পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল নেতা মীর তাহের, আইনাল মোল্লা, বাহারুল ইসলামরা। এলাকার সকল যুব নেতাদের পাশাপাশি সেদিনের ঘটনায় আক্রান্ত আইনাল মোল্লাও এদিন মিছিলে যোগ দিয়ে কাইজার আহমেদের গ্রেফতারের দাবি জানান।
ঘটনা প্রসঙ্গে কাইজার আহমেদকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

