অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ এপ্রিল: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে গোটা রাজ্যে জুড়ে। তাই রক্তের সংকট দেখা দিয়েছে গোপীবল্লভপুরের ব্লাড ব্যাঙ্কে। কারণ এই সময় যে সকল রক্তদান শিবিরের কথা ছিল তার সবকটি বাতিল হয়ে গেছে। তাই গোপীবল্লভপুর ব্লাড ব্যাঙ্কের তরফে একটি মেসেজ সোশ্যাল মিডিয়া দেন। যাতে লেখা ছিল স্চ্ছোয় রক্তদান করতে ইচ্ছুক ব্যক্তি গোপীবল্লভপুর ব্লাড ব্যাঙ্কে এসে যোগাযোগ করুন। সেই মতো আজ গোপীবল্লভপুরের তৃণমূলের যুব সভাপতির সত্যকাম পট্টনায়েক ও কিছু তৃণমূলের কর্মীরা মিলে গোপীবল্লভপুর হাসপাতালে গিয়ে রক্তদান করেন।
এ বিষয়ে তৃণমূল যুব সভাপতির সত্যকাম পট্টনায়কের বলেন, গোপীবল্লভপুর ব্লাড ব্যাঙ্কের তরফ থেকে কিছুদিন আগে রক্তের প্রয়োজনের কথা জানতে পারি। তাই আজ আমাদের কিছু কর্মীরা হাসপাতালে গিয়ে রক্তদান করল।