অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৮জুন: নোবেল করোনা ভাইরাসের প্রভাবে রক্তের সংকটে ভুগছে জেলার হাসপাতালগুলি। তাই রক্তের সঙ্কটের কথা মাথায় রেখে গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূলের যুব সভাপতি অনুপম মল্লিকের নেতৃত্বে নয়াগ্রাম ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় সামাজিক দুরত্ব বজায় রেখে রক্তদান শিবির অনুষ্ঠিত হল রবিবার।
আজ বেলিয়াবেড়া কে সি এম হাইস্কুলে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল। এদিন যুব তৃণমূলের কর্মীরা মোট ৩০ জন রক্তদান করলেন। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের যুব সভাপতির দেবনাথ হাঁসদা, ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি স্বপন পাত্র, গোপীবল্লভপুর ২ নং ব্লক তৃণমূলের কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল, যুব সভাপতি অনুপম মল্লিক ও তৃণমূলের অন্যান্য কর্মীরা।


