‘যুব তৃণমূল করা মানেই জমির দালালির লাইসেন্স পাওয়া নয়’ তৃণমূল বিধায়ক উদয়ন গুহর মন্তব্যে চাঞ্চল্য, কটাক্ষ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আমাদের ভারত, কোচবিহার, ৩০ আগস্ট: ‘দিনহাটায় যুব তৃণমূল কংগ্রেসের সিল লেগে যাওয়া মানে সে জমির দালালির লাইসেন্স পায় না,’ আজ এই ভাষাতেই যুবদের সতর্ক করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। আজ দিনহাটার হেমন্ত বসু কর্ণারে তৃণমূল কংগ্রেস আয়োজিত যুবশক্তির এক অনুষ্ঠানে এই ভাষাতেই উপস্থিত যুব কর্মীদের সতর্ক করেন তৃণমূল বিধায়ক।
এদিনের অনুষ্ঠানে দিনহাটা কলেজে ২০১৮ সালের ছাত্র খুনে মূল অভিযুক্ত বহিস্কৃত তৃণমূল নেতা জয়দীপ ঘোষকে পুনরায় দলে নেওয়া হয়। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়।

এদিনের অনুষ্টানে উদয়ন গুহের করা মন্তব্যকে নিয়ে যথেষ্টই বিব্রত দেখাল জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়কে। তিনিও সেই মঞ্চে উপস্থিত ছিলেন পরে তিনি সাংবাদিকদের বলেন, “বিধায়ক যখন বলেছেন নিশ্চয় কিছু ভাবনা চিন্তা করেই বলেছেন, তাঁর কাছে নিশ্চয় কিছু অভিযোগ রয়েছে, তবে কিছু যুবর ক্ষেত্রে হতে পারে। আমরা যথেষ্ট স্বচ্ছতার সংগে দল চালাই, দলে এই সবের স্থান নেই।“

জমির দালালি নিয়ে উদয়ন গুহের করা মন্তব্যকে কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির নেতা বিরাজ বসু বলেন, এতদিন আমরা বলছিলাম তৃণমূলের তোলাবাজির কথা, এখন তৃণমূল বিধায়ক তা কার্যত স্বীকার করে নিলেন। পাশাপাশি ছাত্র খুনে অভিযুক্তকে ফের দলে নেওয়া প্রসংগে বিজেপি নেতার দাবি তৃণমূল খুনীদের দল, এর মাধ্যমে আবার স্পষ্ট হয়ে গেল।
তবে জয়জীপ ঘোষকে দলে ফিরিয়ে নেবার ব্যাপারে উদয়ন গুহের দাবি, জয়দীপ ঘোষ অপরাধী কিনা তা বিচার করবে কোর্ট, তাই তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *