আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ জানুয়ারি: মাথায় গুলি করে এক যুবকের আত্মহত্যা করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনা গোয়ালপোখর থানার মজলিসপুর এলাকায়। মৃত ওই যুবকের নাম এরাহার আদি (২৫)। গোয়ালপোখর থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সুত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার মজলিস পুরের বাসিন্দা এরাহার আদি গতকাল রাতে বাড়িতে রাতের খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে যায়। ঘরে ঢুকে সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছে বলে এমনটাই পরিবার সুত্রে জানা যায়। তবে কেন এই ভাবে সে আত্মহত্যা করল সেটা বুঝে উঠতে পারছে না পরিবারের সদস্যরা। পাশাপাশি তার কাছে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এল সেটাও পরিবারের লোকজন বুঝতে পারছে না।
খবর শুনে ঘটনাস্থলে পৌছয় গোয়ালপোখর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতাল পাঠায় পুলিশ। মৃত যুবকের পাশেই পরে থাকা আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল বাজেয়াপ্ত করে গোয়ালপোখর থানার পুলিশ। কি ভাবে তার কাছে এই আগ্নেয়াস্ত্র এল, কি কারনে সে আত্মহত্যা করলো তার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।