সাথী দাস, পুরুলিয়া, ১২ সেপ্টেম্বর: পুরুলিয়া শহরে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম সন্তু রায়(৩৭)। তিনি বেসরকারি একটি ট্রাক্টর কোম্পানির পুরুলিয়া শাখার ম্যানেজার ছিলেন। তাঁর বাড়ি আসানসোলে।
স্থানীয় সূত্রে জানাগেছে, পুরুলিয়া শহরের নডিহা এলাকায় ভাড়ায় থাকতেন ওই যুবক। পারিবারিক অশান্তির জেরে মানসিক অবসাদে আত্মহত্যা করেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। আজ সকালে দরজা ভেঙ্গে তাঁর ঘর থেকে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় দেখতে পাওয়া যায়। উদ্ধার হয় একটি সুইসাইড নোট। ওই নোটে পারিবারিক অশান্তির কথা উল্লেখ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বাড়ির মালিক শীতল দত্ত জানান, এদিন সকালে সন্দেহ হওয়ায় পুরুলিয়া সদর থানার পুলিশকে খবর দিই। বন্ধ দরজা খোলা হয়। দেখা যায় ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছার ফাঁস লাগানো রয়েছেন ওই ব্যক্তি।