সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১২ ডিসেম্বর: পশ্চিমবঙ্গ যুব সংসদ আয়োজিত দু’দিনের যুব সংসদ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল আজ বাঁকুড়ার রবীন্দ্রভবনে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, জেলা পরিষদের কো মেন্টর তথা বিধায়ক অরূপ চক্রবর্তী, বিধায়ক অলোক মুখার্জি, বাঁকুড়ার পৌরপ্রধান অলোকাসেন মজুমদার, অতিরিক্ত জেলা শাসক প্রলয় চৌধুরী সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
বাকুঁড়ার খ্রিষ্টান কলেজে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে। বাঁকুড়া ছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্ৰামের ছাত্র ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।তাৎক্ষণিক বক্তৃতা, প্রশ্নোত্তর ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতা হবে।