জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ মে: এসএসসি পরীক্ষায় শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবং প্রাক্তন শিক্ষা ও বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুরে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা যুব মোর্চার ডাকে মেদিনীপুর শহরের কালেক্টরেট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।
এদিনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে বিজেপির জেলা অফিস থেকে মিছিল এসে জমায়েত হয় জেলাশাসকের দপ্তরের সামনে কালেক্টরেট মোড়ে। সেই মিছিলে যুব মোর্চার এক কর্মী সিবিআই সেজে আরেক কর্মীকে পার্থ চট্টোপাধ্যায় সাজিয়ে কোমরে দড়ি বেঁধে হাঁটিয়ে নিয়ে যায়। এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের দাবি, জানান যুব মোর্চার কর্মীরা। মিছিলে নেতৃত্ব দেন মোর্চার জেলা নেতা আশীর্বাদ ভৌমিক ও জেলা বিজেপি নেতা অরূপ দাস প্রমুখ। জেলাশাসকের দপ্তরের সামনে পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ তাদের হঠাতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।