নীল বনিক, আমাদের ভারত, ১৩ মে: বিদ্যুৎ বিল মকুবের দাবিতে নৈহাটিতে অবস্থানে বসলেন বিজেপি কর্মীরা। বুধবার ব্যারাকপুর জেলা বিজেপির তরফে তিনমাসের বিদ্যুৎ বিল মকুবের দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটিতে অবস্থানে বসেন যুবমোর্চার জেলা নেতৃত্ব। রাজ্য যুবমোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ বলেন, আমরা গোটা রাজ্যজুড়েই এদিন অবস্থানে বসেছি। সামাজিক দূরত্ব বজায় রেখেই রাজ্যের বিরুদ্ধে অবস্থান চালানো হয়েছে। লকডাউনে মানুষের কাজ নেই। উপার্জন পুরোপুরি বন্ধ সাধারণ মানুষের। এর মধ্যে বিদ্যুৎ বিল মেটাতে হলে সমস্যায় পড়বে সাধারণ মানুষ। রাজ্য সরকার যুব মোর্চার দাবি না মানলে ক্রমাগত রাজ্যের বিদ্যুৎ দফতরের অফিসগুলির সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে এমন অবস্থান চালিয়ে যাবে বলে জানান যুবমোর্চা নেতা তাপস ঘোষ।
অন্যদিকে বিদ্যুৎ বিল মকুবের দাবিতে অবস্থানের পর যুবমোর্চার নৈহাটি মন্ডলের কর্মীরা রক্তদান করলেন। নৈহাটি বিধানসভার সাহেব কলোনি মোড়ে যুবমোর্চার তরফে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ মেনেই রক্ত দেন বিজেপি কর্মীরা। প্রায় ৩০ জন যুব মোর্চার কর্মী এদিন রক্ত দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপির জেলাসভাপতি উমাশঙ্কর সিং, যুবমোর্চার জেলা সম্পাদক সূর্য চৌধুরী।